ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্য আহ্বান

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ১৪, ২০২১
১১:৫১ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২১
১১:৫১ অপরাহ্ন



ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্য আহ্বান

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্য আহ্বান করা হয়েছে। প্রেসক্লাবের নতুন সদস্য হতে ইচ্ছুক (প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা) গোয়ালাবাজারস্থ ওসমানীনগর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ করতে পারবেন।

ক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন (০১৭১৬৬৩৯৩৪৭) অথবা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদের (০১৭২৮১১২০৩০) সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগামী ২৩ জুলাই বেলা ২টার মধ্যে নতুন সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

সদস্য হতে ইচ্ছুকদের ১ কপি পাসপোর্ট সাইজ ছবি, পত্রিকায় কর্মরত থাকার পরিচয়পত্র বা নিয়োগপত্রের কপি ও সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট পত্রিকায় নিজ নামে প্রকাশিত ২টি সংবাদের ফটোকপি পূরণকৃত ফরমের সঙ্গে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।


ইউডি/আরআর-০৪