বালাগঞ্জে ডেপুটি কমান্ডার মানিক মিয়ার মৃত্যু

বালাগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৪, ২০২১
০৮:৩২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২১
০৮:৩২ অপরাহ্ন



বালাগঞ্জে ডেপুটি কমান্ডার মানিক মিয়ার মৃত্যু

বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার  সাবেক ব্যাংক কর্মকর্তা মো. মানিকুল ইসলাম ওরফে মানিক মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত ৯টায় উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাড়িতে মরহুমের ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সেখানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পারিবারিক করস্থানে দাফন করা হয়েছে। 

এর আগে ওইদিন বাদ মাগরিব সিলেট নগরীর টিলারগাঁওয়ে ১ম জানাজা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. মানিকুল ইসলাম ওরফে মানিক মিয়া মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় সিলেট নগরীর টিলারগাঁও মুক্তিযোদ্ধা পল্লীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এস এ/বি এন-০৭