সিলেটে সিনোফার্মা নিলেন ৭১৫৭ জন, মডার্না ১৬৬৩ জন

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৪, ২০২১
০৫:২৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২১
০৫:২৩ পূর্বাহ্ন



সিলেটে সিনোফার্মা নিলেন ৭১৫৭ জন, মডার্না ১৬৬৩ জন

সারাদেশের মতো সিলেটেও মঙ্গলবার থেকে দ্বিতীয় দফায় গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭ হাজার ১৫৭ জন। সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা নিয়েছেন ১ হাজার ৬৬৩ জন। 

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল টিকাকেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভিড় দেখা যায়। এ সময় লাইনে দাঁড়িয়ে একে একে টিকা গ্রহণ করেন তারা। কেন্দ্রটির জন্য ছয়টি বুথেই ছিল টিকাগ্রহীতারদের লাইন। টিকা নিতে আসাদের বেশিরভাগই ছিলেন পয়ত্রিশোর্ধ্ব। এছাড়া প্রবাসী, বিদেশগামী শিক্ষার্থী অনেকেই এদিন টিকা নিতে আসেন। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিভাগে চার হাজার ৭৬৫ জন পুরুষ এবং দুই হাজার ৩৯২ জন নারী চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় এই টিকা নিয়েছেন এক হাজার ৬২৫ জন। টিকা নেওয়াদের মধ্যে এক হাজার ১৯৬ জন পুরুষ এবং ৪২৯ জন নারী। সুনামগঞ্জে টিকা নিয়েছেন এক হাজার ৫৭৫ জন। এর মধ্যে এক হাজার ৩৭ জন পুরুষ এবং ৫৩৮ জন নারী। হবিগঞ্জে টিকা নিয়েছেন এক হাজার ৩৭৪ জন। এদের মধ্যে ৯১৮ জন পুরুষ এবং ৪৫৬ জন নারী। আর মৌলভীবাজার জেলায় এদিন সিনোফার্মের টিকা নিয়েছেন দুই হাজার ৫৮৩ জন। এদের মধ্যে এক হাজার ৬১৪ জন পুরুষ এবং ৯৬৯ জন নারী। 

এ দিন সিলেট সিটি করপোরেশন এলাকার এক হাজার ৬৬৩ জন মানুষ মডার্নার টিকা নিয়েছেন। এদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে এক হাজার ৪১৩ জন এবং পুলিশ হাসপাতাল কেন্দ্রে ২৫০ জন। বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘নগরের দুটি কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। তবে কারো মোবাইলে যদি ম্যাসেজ না যায় তাহলে তাকে টিকা দেওয়া হবে না।’ 

এনএইচ/আরসি-০৫