নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২১
০৪:৩৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৪, ২০২১
০৪:৩৯ পূর্বাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় টিলা কাটার সময় মাটির নিচে চাপা পড়ে সেলিনা বেগম নামের (৩৫) এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার লালাবাজারস্থ ফুলছি টিলাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় লালাবাজারের ফুলছি টিলাবাড়ীর বাবুল মিয়ার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে তানভির আহমদ (১৪) ঈদ উপলক্ষে ঘর লেপার মাটি আনতে পার্শ্ববর্তী সুমন মিয়ার টিলার নিচে যান। সাবল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলার উপর থেকে মাটির চাকা ধসে পড়লে সেলিনা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ সময় নিহতের ছেলে তানভির আহমদ গুরুতর আহত হন। আহত অবস্থায় তানবিরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরসি-০২