শাবির ইংরেজি বিভাগের প্রথম এম.ফিল ডিগ্রিধারী রাশেদ মাহমুদ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৪, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন



শাবির ইংরেজি বিভাগের প্রথম এম.ফিল ডিগ্রিধারী রাশেদ মাহমুদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে প্রথম এম.ফিল. গবেষণা (উচ্চতর ডিগ্রি) প্রদান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাশেদ মাহমুদ এই উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

শাবিপ্রবির ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. হিমাদ্রী শেখর রায়ের তত্ত্বাবধানে তিনি এম. ফিল. গবেষণা সম্পন্ন করেন। তার গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম- ‘The Earliest Feminist Writers- Mary Wollstonecraft and Begum Rokeya: The Role Models for Next Generation Feminist Writers.

রাশেদ মাহমুদের জন্ম শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রাজনগর গ্রামে ১৯৮৮ সালে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। বাবা নজরুল ইসলাম পেশায় শিক্ষক ও মা খালেদা বেগম গৃহিণী। তার সহধর্মিণী সামিয়া লুৎফা হাসান রূপালী ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত। তাদের একমাত্র সন্তান সাফওয়ান মাহমুদ।

রাশেদ মাহমুদ ঢাকা বোর্ড থেকে ২০০৪ সালে মাধ্যমিক ও ২০০৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ২০১০ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং ২০১১ সালে স্নাতকোত্তর পাশ করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন।

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে ইংরেজির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে তিনি বিভাগের সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। ১ লা জুন ২০১৭ থেকে ৩১ শে মে ২০২০ পর্যন্ত তিনি ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রাধ্যক্ষ (এসিস্ট্যান্ট প্রভোস্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন।

গবেষণার প্রতি তার প্রবল আগ্রহ। গবেষণায় তার পছন্দের ক্ষেত্র হলো- নারীবাদ, সাহিত্য ও সাহিত্য তত্ত্ব। দেশ ও বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭ টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা চার। বাংলা সাহিত্যের বেশ কিছু ছোটগল্প তিনি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন যেগুলো শব্দঘর সাহিত্য পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়েছে। তার স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়া, আর সখ বই পড়া ও লেখালেখি করা।

উল্লেখ্য, এটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ প্রদত্ত প্রথম এম.ফিল. তথা উচ্চতর ডিগ্রি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অর্জিত প্রথম এম.ফিল. তথা উচ্চতর ডিগ্রি।

আরসি-১১