শাবি প্রতিনিধি
জুলাই ১৩, ২০২১
০৬:৪৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২১
০৬:৪৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)নিজস্ব পরিবহনে বাড়ি যেতে ইচ্ছুক বিভিন্ন বর্ষের প্রায় ১৮২৬ জন শিক্ষার্থীর তালিকা প্রশাসন কাছে হস্তান্তর করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সোমবার (১২ জুলাই) জোটের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক বরাবর এই তালিকা হস্তান্তর করেছেন বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই হতে লকডাউনের কারণে সিলেটে আটকে পড়া শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু হয় যা ১২ জুলাই সমাপ্ত করা হয় এবং এই তথ্য ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংগৃহীত তথ্য থেকে দেখা যায়, শাবির বিভিন্ন বর্ষের প্রায় ১৮২৬ জন শিক্ষার্থী এতে নিবন্ধন করেন। যেখানে ঢাকা বিভাগের ৫৬৭ জন, চট্টগ্রাম বিভাগের ৪২৩ জন, রাজশাহী বিভাগের ১৬১ জন, রংপুর বিভাগের ১০৬, খুলনা বিভাগের ৭৮, বরিশাল বিভাগের ২০, ময়মনসিংহ বিভাগের ৩২৪ এবং সিলেট বিভাগের ১৪৭ শিক্ষার্থী রয়েছেন।
এইচ এন/বি এন-০৩