আ ফ ম কামালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৩, ২০২১
০৩:২৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২১
০৩:২৩ অপরাহ্ন



আ ফ ম কামালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সিলেট পৌরসভার দুইবারের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৩  জুলাই রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

আ ফ ম কামাল ১৯৮৪ ও ১৯৮৯ সালে পরপর দুবার সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।  তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি ছিলেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন আ ফ ম কামাল। পরিবার সূত্রে জানা গেছে, কঠোর লকডাউনের কারণে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি, তবে পারিবারিক কিছু আয়োজন রয়েছে।

আ ফ ম কামাল সিলেট ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন ও মৃত্যুর আগ পর্যন্ত তিনি সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি হার্ট ফাউন্ডেশন সিলেটের সাংগঠনিক সম্পাদক, বসন্ত মেমোরিয়াল স্কুলের সভাপতি, মঈনউদ্দীন আর্দশ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি, নাটাব, সিলেটের নির্বাহী কমিটির সদস্য, জেলা ও আঞ্চলিক স্কাউটের সহ-সভাপতি (মেডেল অফ মেরিট প্রাপ্ত) সহ বিভিন্ন সংগঠনের সদস্য হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। ১৯৮৫ সালে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেন আ ফ ম কামাল।

আরসি-০৮