সিলেটে আজ থেকে শুরু হচ্ছে মডার্নার টিকাদান কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৩, ২০২১
০৩:০০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২১
০৩:০০ অপরাহ্ন



সিলেটে আজ থেকে শুরু হচ্ছে মডার্নার টিকাদান কার্যক্রম
# প্রথম দিন পাবেন ১২০০ জন # টিকা পাবেন বিদেশগামীরাও

সিলেটসহ সারাদেশে আজ মঙ্গলবার থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। সিটি করপোরেশন এলাকার বাসিন্দারা পাবেন মডার্না এবং জেলা-উপজেলার বাসিন্দারা পাবেন চীনের সিনোফার্মের টিকা। সিলেটে প্রথম দিন মডার্নার টিকার জন্য ১ হাজার ২০০ জনকে বার্তা দেওয়া হয়েছে। এখন থেকে বিদেশগামীরাও সিলেট থেকে মডার্নার টিকা নিতে পারবেন।

গত রবিবার বিভাগে মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ এবং ১ লাখ ৪৫ হাজার ৮০০ ডোজ সিনোফার্মের টিকা আসে। তবে মডার্নার টিকা শুধুমাত্র সিলেট সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের দেওয়া হবে। এর মধ্যে সিলেট জেলায় মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ এবং সিনোফার্মের ৪৫ হাজার ডোজ টিকা এসেছে। সুনামগঞ্জে ৩৮ হাজার ৪০০ ডোজ, হবিগঞ্জে ৩২ হাজার ৮০০ ডোজ এবং মৌলভীবাজার জেলায় ২৯ হাজার ৬০০ ডোজ সিনোফার্মের টিকা এসেছে। সিনোফার্মের টিকা পাঠানো হয়েছে চার জেলার উপজেলাগুলোতে। 

এর আগে গত ১৮ জুন সিলেটে ৬০ হাজার ডোজ সিনোফার্মের টিকা আসে। এদের মধ্যে সিলেট জেলায় এসেছিল ৩৭ হাজার ২০০ ডোজ, সুনামগঞ্জে ছয় হাজার ডোজ, মৌলভীবাজারে আট হাজার ৪০০ ডোজ এবং হবিগঞ্জ জেলায় আট হাজার ৪০০ ডোজ। গত ১৯ জুন থেকে শুরু হয় সিনোফার্মের প্রথম ডোজ প্রদান। তবে এ সময় জেলায় একটি কেন্দ্রে মেডিকেল-নার্সিং শিক্ষার্থী এবং পূর্বের নিবন্ধন করে টিকা না পাওয়া ব্যক্তিদের দেওয়া হয়েছিল।

তবে মঙ্গলবার থেকে আবার জেলা ও উপজেলায় গণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। ৩৫ ঊর্ধ্ব যে কেউ নিবন্ধন করে এই টিকা নিতে পারবেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, সামরিক বাহিনী, বেসামরিক বিমান, জরুরি সেবায় নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, ধর্মীয় প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, আইনজীবীসহ শিক্ষার্থী, সম্মুখ সারির সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিবন্ধন করতে পারবেন। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘মঙ্গলবার থেকে সিলেট সিটি করপোরেশন এলাকার বাসিন্দারা মডার্নার টিকা পাবেন। এখন থেকে সিনোফার্মের টিকাদান নগরে বন্ধ থাকবে। নগরের দুইটি কেন্দ্র, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশ হাসপাতালে এই টিকা দেওয়া হবে। প্রথম দিন টিকা নেওয়ার জন্য আমরা এক হাজার ২০০ জনকে ম্যাসেজ দিয়েছি। প্রবাসী থেকে শুরু করে যারাই নিবন্ধন করেছেন তারা এই টিকা পাবেন।’ 

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল সিলেট মিররকে বলেন, ‘মঙ্গলবার থেকে সিলেটে আবারও জেলা-উপজেলায় টিকাদান শুরু হবে। সিলেটের প্রতিটি উপজেলায় একটি করে টিকাদান কেন্দ্র থাকবে। তবে প্রথম দিন হয়ত দুই একটি উপজেলায় টিকাদান শুরু নাও হতে পারে।’ 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মডার্নার টিকা তাপমাত্রা সংবেদনশীল। সে কারণে টিকা সংরক্ষণ ও প্রদানের সুবিধার্থে সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য আগের মতোই সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের পর এসএমএস দেওয়া হবে এবং তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে। তবে টিকার কেন্দ্র পরিবর্তন করা যাবে না। এছাড়া নির্দিষ্ট দিনের আগে-পরে টিকা নিলে টিকা দেওয়ার তথ্য ডাটাবেসে আপলোড হবে না, ফলে টিকা কার্ড বা ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়া যাবে না। 

উল্লেখ্য এ বছরের ৭ ফেব্রুয়ারি সিলেটে শুরু হয় গণটিকাদান কার্যক্রম। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে এই গণটিকা কার্যক্রম চলে। আর ৮ এপ্রিল থেকে এই টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়। তবে টিকা সঙ্কটের কারণে গত জুনে বন্ধ হয়ে যায় টিকাদান কার্যক্রম। এখন পর্যন্ত বিভাগে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৪৪২ জন আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৮ হাজার ৭৮২ জন। প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ পাননি প্রায় ৮১ হাজার ৬৬০ জন। নতুন করে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এলে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। 

এনএইচ/আরসি-০৭