জৈন্তাপুরে আশ্রয়ণের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

জৈন্তাপুর প্রতিনিধি


জুলাই ১৩, ২০২১
০৩:২০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২১
০৩:২০ পূর্বাহ্ন



জৈন্তাপুরে আশ্রয়ণের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় সিলেটের জৈন্তাপুর উপজেলার ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত মুজিবনগরের ঘর পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

সোমবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ী দৃষ্টিনন্দন পরিবেশে নির্মিত ২৩২টি ঘর পরিদর্শন করেন তিনি। এ সময় উপকারভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। 

উপকারভোগী হালিমা বেগম ও বেগম বিবি জেলা প্রশাসককে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার টিনশেডের পাকা ঘর মজবুত ও সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। তারা এসব ঘর ও জমি পেয়ে অত্যন্ত আনন্দিত। পরিবারের সদস্যদের নিয়ে এখানে শান্তিতে বসবাস করছেন তারা।

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাহউদ্দিনের উপস্থিতিতে উপকারভোগীদের কাছে ঘর নিয়ে কোনো অভিযোগ আছে কি না জানতে চান জেলা প্রশাসক। 

পরিদর্শনকালে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম উপকারভোগীদের বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া এসব ঘর আপনারা সবসময় সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। কোনো ঘরের নির্মাণ কাজে ত্রুটি-বিচ্চুতি থাকলে আমরা কাজ করে দেব। সবাই এখানে এক সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবেন। পর্যায়ক্রমে মসজিদ, স্কুল, রাস্তা, পানি, বিদ্যুৎ, পুকুর সংস্কারসহ আপনাদের জীবনমানের উন্নয়নে যা দরকার, সরকারের পক্ষ হতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক বলেন, জৈন্তাপুরে প্রথম ও দ্বিতীয় ধাপে সরকারি অর্থায়নে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ২৩২টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। কিছুদিনের মধ্যে বাকি ৯৮টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে। বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। উপকারভোগীরা যাতে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারেন, সেজন্য ডিপ টিউবওয়েল বসানো হবে। ডিপ টিউবওয়েলের পাশাপাশি একটি পুকুর সংস্কার করা হবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের উন্নত জীবনযাপনের জন্য আমরা সবধরনের ব্যবস্থা গ্রহণ করব। 


আরকে/আরআর-২৩