কোম্পানীগঞ্জে নদীতে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৩, ২০২১
১২:০৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২১
১২:০৬ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে নদীতে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করার সময় টাস্কফোর্সের অভিযানে ৬টি নৌকাকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। 

সোমবার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী। এ সময় অভিযানে সহযোগিতা করে বিজিবি ও পুলিশ।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী জানান, ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


এমকে/আরআর-১০