সিলেট মিরর ডেস্ক
জুলাই ১২, ২০২১
০৬:৪২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১২, ২০২১
০৬:৪২ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্মারকলিপি দিয়েছেন জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রিকশা শ্রমিকদের সরকারি সহায়তা নিশ্চিত করার দাবিতে রবিবার (১১ জুলাই) দুপুরে এই স্মারকলিপি দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সভাপতি ইয়াসিন খান, সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিক্সা শ্রমিকনেতা আমিনুল ইসলাম, মিজানুর রহমান মোল্লা, বাহার উদ্দিন, কোরবান আলী, মোবারক আলী, আবুল হোসেন, আবুল কাশেম প্রমুখ।
স্মারকলিপিতে তারা বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও লকডাউনের কারণে সিলেটের জনসাধারণের চলাচল সীমিত। এতে সাধারণ শ্রমিকদের রোজগারের অভাবে কষ্টে দিনাতিপাত করছেন। অন্যদিকে, দ্রব্যমূল্য বাড়ায় শ্রমিকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে শ্রমিকরা বিপাকে পড়ছেন।’
এ অবস্থায় রিকশা শ্রমিকদের সরকারি সাহায্যের আওতায় নিতে সিটি মেয়রসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান তারা।
আরসি-০৫