সিলেটে জনসংখ্যা দিবসে ভার্চুয়াল আলোচনা

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১২, ২০২১
০৬:০৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২১
০৬:০৪ পূর্বাহ্ন



সিলেটে জনসংখ্যা দিবসে ভার্চুয়াল আলোচনা

‘অধিকার ও পছন্দই মূল কথা: প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রধান্য পেলে, কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে’- এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো সিলেটেও পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের কারণে এ বছর বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন না হলেও ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জুলাই) দুপুরে সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিনের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় টেলিকনফারেন্সে যুক্ত হন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগ, সিলেটের পরিচালক মো. কুতুব উদ্দিন।

ভার্চুয়াল এ আলোচনা সভায় অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। স্বাগত বক্তব্য দেন, সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক এ কে এম সেলিম ভূঁইয়া। বক্তব্য দেন এফপিসিএস-কিউআইটি, সিলেট অঞ্চলের রিজিওন্যাল কনসালট্যান্ট ডা. উমর গুল আজাদ। 

সভায় সংযুক্ত ছিলেন সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি/ক্লিনিক) এবং বেসরকারী সংস্থার কর্মকর্তারা।

ভার্চুয়াল এ সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত সিলেট বিভাগের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। 

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল। সিলেটে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংস্থা (সিবিডি) এবং ক্লিনিক হিসেবে নির্বাচিত হয়েছে সীমান্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প এবং মেরী স্টোপস ক্লিনিক।

সীমান্তিক পরিবার পরিকল্পনা ক্লিনিকের উপনির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবীর এবং মেরী স্টোপস ক্লিনিকের প্রোগ্রাম অফিসার মোহন লাল দাশ সভায় বক্তব্য দেন।

গতকাল দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ভার্চুয়াল সভার আয়োজন করে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা সিলেটের সহকারী পরিচালক এ কে এম সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল আহসান।

সভাপতির বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল হক। বক্তব্য দেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আশরাফুল ইসলাম ইমরান, পরিবার কল্যাণ সহকারী সমিতা সিংহ, পরিবার কল্যাণ পরির্দশিকা সুমি রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল কাদের, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মশহুদ আহমদ চৌধুরী।

আরসি-০৫