নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২১
০৫:৫৬ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১২, ২০২১
০৬:৪৬ পূর্বাহ্ন
সিলেট জেলায় মডার্না ও সিনোফার্মার টিকা এসেছে। রবিবার (১১ জুলাই) সকালে বিশেষ ফ্রিজার গাড়িতে করে এসব টিকা আসে। এর মধ্যে ১৯ হাজার ২০০ ডোজ মডার্না আর সিনোফার্মা ৪৫ হাজার ডোজ।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত সিলেট মিররকে বলেন, ‘রবিবার সিলেটে মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ এবং সিনোফার্মের ৪৫ হাজার ডোজ টিকা এসেছে। এর মধ্যে মডার্নার টিকা সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের দেওয়া হবে। এছাড়া সিনোফার্মের টিকা উপজেলাগুলোতে পাঠানো হচ্ছে।’
এনএইচ/আরসি-০৪