নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২১
০২:০২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১২, ২০২১
০২:০২ পূর্বাহ্ন
সিলেটের দুই ল্যাবে একরাতে ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার (১১ জুলাই) রাতে শাবিপ্রবি ও ওসমানীর ল্যাবে বিভাগের চার জেলায় এই সংখ্যা শনাক্ত হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বৃহস্পতিবার রাতে ২৮২ টেস্টে ১১৪ জনের করোনা শনাক্ত হয়। বিশ্ববিদ্যালয়টি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো টেকনোলজি বিভাগের ল্যাব ইনচার্জ নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।
তাদের মধ্যে সিলেট জেলার ৩৮ জন, সুনামগঞ্জের ৩৬ জন, হবিগঞ্জ জেলার ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ১৭ জন।
এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১১৬ জন, সুনামগঞ্জ জেলার ৪ জন ও মৌলভীবাজার ১১ জন রয়েছেন।
আরসি-১১