শুরু হচ্ছে টিকাদান, অগ্রাধিকার পাবেন প্রবাসীরা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


জুলাই ১২, ২০২১
১২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২১
১২:৪৫ পূর্বাহ্ন



শুরু হচ্ছে টিকাদান, অগ্রাধিকার পাবেন প্রবাসীরা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে দ্বিতীয় ধাপের করোনা টিকার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১২ জুলাই)। এবারের রেজিস্ট্রেশনে অগ্রাধিকার পাবেন প্রবাসীরা। এরপর ধারাবাহিকভাবে সবাইকে টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন করে শুরু হওয়া টিকার এই চালানে ১ হাজার ২০০ ডোজ টিকা হাসপাতালে পৌঁছেছে। চীনের সিনোফার্মার এই টিকাদান কার্যক্রম প্রবাসীদের দিয়ে শুরু হচ্ছে। এরই মধ্যে ৭২ জন প্রবাসী টিকাগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে টিকা নেওয়ার অপেক্ষায় রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাসিসট্যান্ট টেকনোলজিস্ট (ইপিআই) নেহার চন্দ্র পাল বলেন, আগামীকাল থেকে আমাদের টিকাদান কর্মসূচি আবার শুরু হচ্ছে। প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে টিকাদান কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন।

তিনি আরও বলেন, এই ১ হাজার ২০০ ডোজ টিকা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরও টিকা আসবে এবং টিকদান অব্যাহত থাকবে। আগে রেজিস্ট্রেশন করে যারা টিকা পাননি, তাদেরকে এবার আগে টিকা দেওয়া হবে।


এসএ/আরআর-০৭