বাহুবলে যুবককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি


জুলাই ১২, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন



বাহুবলে যুবককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের বাহুবলে পুকুরের সীমানা নিয়ে বিরোধের জের ধরে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে রবিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলার পুটিজুরী ইউনিয়নের মিরেরপাড়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মিরেরপাড়া গ্রামের মৃত শাহ মোজাম্মিল হোসেন ময়না মিয়ার পুত্র কুয়েত প্রবাসী ফয়সল মিয়ার (৩০) সঙ্গে একই গ্রামের খুর্শেদ আলীর পুত্র মোতাহির মিয়া ও মোশাহিদ মিয়া গংদের বিরোধ চলে আসছে। তাদের এ বিরোধ সালিশে নিষ্পত্তির জন্য রবিবার দুপুরে স্থানীয় মুরুব্বীগণ পুকুরের জায়গার সীমানা নির্ধারণের কাজ শুরু করেন।

বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরের সীমানায় খুঁটি স্থাপনকালে প্রবাসী ফয়সল মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় ফয়সল মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফয়সল মিয়া ১ বছর আগে বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


এসআর/আরআর-০৬