ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জুলাই ১১, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক চিকিৎসকসহ ৭ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।
ফেঞ্চুগঞ্জ হাসপাতালের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায় গত বুধবার (৭ জুলাই) করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠালে ১০ জনের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আজ শনিবার (১০ জুলাই) ফেঞ্চুগঞ্জ হাসপাতালের পিসিআর ল্যাবে ৭ জনের নমুনা পরীক্ষা করলে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। চারজনের মধ্যে একজন মেডিকেল অফিসার ডা. মো. শাহনেওয়াজ। পিসিআর ল্যাবের পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ সাসে বলে জানা গেছে।
ফেঞ্চুগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, কখন যে কে করোনায় আক্রান্ত হন বলা যায় না। তারপরও মানুষ সচেতন নয়। সুস্থ থাকতে হলে সবাইকে সচেতন হতে হবে। নয়তো পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
এসএ/আরআর-১৩