কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৯, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৯, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে নিহত দুইজনের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৬টার সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বজ্রপাতে নিহত ওই দুইজনের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা অর্থ সহায়তা ও ত্রাণ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পিআইও বিদ্যুৎ কান্তি দাস, সাংবাদিক তরিকুল ইসলাম, কবির আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গতকাল বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়ন আড়াইনলি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন দিগেন বিশ্বাস ও প্রাণেশ বিশ্বাস নামের দুইজন।
এমকে/আরআর-১৩