করোনার উপসর্গে চলতি সপ্তাহে ৪ জনের মৃত্যু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৯, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৯, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন



করোনার উপসর্গে চলতি সপ্তাহে ৪ জনের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তিদের বয়স ৩৫-৫০ এর মধ্যে। তবে এ হিসাব নেই উপজেলা হাসপাতলের পরিসংখ্যান বিভাগে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, অনেকেই সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন। সবাই এখানে আসেন না। তাই তাদের নাম তালিকাভুক্ত হয় না।

ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, বর্তমানে ফেঞ্চুগঞ্জে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে রোগীর সংখ্যা বেশি। তারপরও করোনা পরীক্ষা করতে অনীহা তাদের। বেশিরভাগই মনগড়া ওষুধ কিনে খাচ্ছেন। তাই অসুস্থতার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসা নিতে হবে।


এসএ/আরআর-১১