জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ০৮, ২০২১
১০:৪৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২১
১০:৪৬ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিএসএফ'র ধাওয়া খেয়ে পানিতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবক উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আর্দশগ্রামের শফিক মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮)।
জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান সিলেট মিররকে জানান, গত মঙ্গলবার (৬ জুলাই) আদর্শগ্রামের শফিক মিয়ার একটি গরু হারিয়ে যায়। গতকাল বুধবার (৭ জুলাই) বুধবার গরুটির সন্ধান করতে ভারত সীমান্তে প্রবেশ করেন বাংলাদেশি যুবক সোহেল। ভারতে প্রবেশের সময় সোহেলকে দেখে ফেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতীয় সুপারি জুমে গরু খুঁজে না পেয়ে সোহেল বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ভারতের রংহংকংয়ে বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে। সোহেল নিজেকে রক্ষা করতে এলোমেলো দৌড়াতে থাকেন। একপর্যায়ে ভারত সীমান্তের রংহংকং এলাকার একটি গর্তের পানিতে ঝাঁপ দেন তিনি। সাঁতার না জানা সোহেল গর্তে ঝাঁপ দেওয়ার পর বিএসএফ সদস্যরা তার ওপর পাথর নিক্ষেপ করে। এলাকা দুর্গম ও ভারতের অভ্যন্তরে হওয়ার কারণে এবং গর্তের গভীরতা বেশি থাকায় নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।
বিএসএফ'র ধাওয়ায় পানিতে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে। খবরটি দ্রুত বিজিবি, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার কাছে পৌঁছে যায়। সংবাদ পেয়ে শ্রীপুর বিজিবি ক্যাম্প ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলের বাংলাদেশ অংশ ঘুরে দেখেছেন। তবে কোভিড-১৯ এর কারণে সীমান্তে নিষেধাজ্ঞা থাকার কারণে বিএসএফ সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না বিজিবি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ জানান, পুলিশের টিম ঘটনাস্থলের আশপাশের এলাকায় সংবাদ নিয়ে যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
শ্রীপুর ক্যাম্পের ভিআইপি সদস্য মিজান মুঠোফোনে বলেন, বিএসএফ'র ধাওয়া খেয়ে যুবক নিখোঁজের বিষয়টি শুনেছি। সে ফেরত এসেছে না কি আসেনি এ বিষয়টি আমার জানা নেই। সীমান্তে কড়া নিষেধাজ্ঞা থাকায় পতাকা বৈঠক করাও সম্ভব হচ্ছে না।
আরকে/আরআর-০৫