কানাইঘাট প্রতিনিধি
জুলাই ০৮, ২০২১
০৬:০২ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২১
০৬:০২ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে ভালোবেসে ‘প্রধান’ উপাধি দিয়েছিলেন সেই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধান আর নেই।
বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৪টার দিকে কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ যোহর নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
প্রবীণ অাওয়ামী লীগ নেতা জমির উদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্য ও প্যারালাইজড রোগে ভুগছিলেন।
তার অসুস্থতার খবর শুনে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জমির উদ্দিন প্রধানের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন।
জমির উদ্দিন প্রধান সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে জমির উদ্দিন প্রধান বড় ধরনের ভূমিকা পালন করেন।
তিনি ১৯৮৬ সালে সিলেট ৫ আসন থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেছিলেন।
এদিকে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধানের মৃত্যুতে কানাইঘাটের সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।
এম আর/বি এন-০২