সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৮, ২০২১
০৬:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২১
০৬:৩৩ পূর্বাহ্ন
দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে জনসচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে ভার্চুয়াল কমিউনিটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) সিলেটের উদ্যোগে বুধবার বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।
ম্যাফ সভাপতি এটিএমএ হাসান জেবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ আহমেদ মুকুলের সঞ্চালনায় সভায় সিসিকের পক্ষ থেকে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি রোধ এবং করণীয় সম্পর্কে নিদের্শনামূলক বক্তব্য দেন, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূইঁয়া।
সিসিক ও ফায়ার সার্ভিস তাদের প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম সবার সামনে তুলে ধরেন। সভায় ম্যাফ কীভাবে সিসিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে কাজ করবে সে বিষয়ে আলোচনা হয়। ম্যাফ নেতৃবৃন্দ করোনার বিষয়টিকে বিবেচনায় নিয়ে এই দুটো প্রতিষ্ঠানের সঙ্গে একটি যৌথ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন। ভূমিকম্পের সময় করণীয় বিষয় উপস্থাপন করেন ম্যাফ সিলেটের সদস্য মো. জাহিদ সারোয়ার সবুজ।
বক্তব্য দেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সিলেট মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা আক্তার, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোছা. আছমা বেগম, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. খালেদ জুবায়ের, সিলেট মহানগর আওয়ামী লীগের তারান্নুম চৌধুরী, আন্নামা চৌধুরী, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগ সহসভাপতি এম রশিদ খান, মহিলা আওয়ামী লীগের জান্নাত নাসরিন উর্মি।
সভায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে সিলেট নাগরিক অ্যাডভোকেসি ফোরামের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।