সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৮, ২০২১
০৫:৩৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২১
০৫:৩৮ পূর্বাহ্ন
করোনায় শনাক্ত ও মৃত্যুর উর্ধ্বমুখী এই সময়ে আমদানি-রপ্তানির জন্য তামাবিল স্থলবন্দর খুলে দেওয়ায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে সিলেট মহানগর বিএনপি। এক বিবৃতিতে দলটির নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিটি বুধবার (৭ জুলাই) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সারা বিশ্বের কাছে প্রমাণিত বাংলাদেশে করোনা মোকাবেলায় বর্তমান সরকার ব্যর্থ। ফলে সারা দেশের মতো সিলেটেও স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর অবস্থা ফুটে উঠেছে। সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। সিলেটের একটি হাসপাতালেও আইসিইউ বেড খালি নেই। এরপরও তামাবিল স্থলবন্দর খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এটা প্রশাসনের উদাসীনতা ছাড়া আর কিছুই না।’
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিযোগ্য পণ্য ও মানুষের মাধ্যমে ভারতীয় ভ্যারিয়েন্ট সিলেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে বিশ্বের অন্যান্য দেশ ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। আর সিলেটের তামাবিল স্থলবন্দর খুলে দিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক সিলেটবাসীর সঙ্গে তামাশা করছে।’ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।
আরসি-০২