সিলেট-ভোলাগঞ্জ সড়কে ঝুঁকিপূর্ণ ১৮টি সেতু

কবির আহমদ, কোম্পানীগঞ্জ


জুলাই ০৮, ২০২১
০৩:৩৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২১
০৩:৩৫ পূর্বাহ্ন



সিলেট-ভোলাগঞ্জ সড়কে ঝুঁকিপূর্ণ ১৮টি সেতু

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ছোট-বড় ১৮টি সেতু বিভিন্নভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মহাসড়ক দিয়ে অতিরিক্ত ওজনের বালু ও পাথরবাহী ট্রাক চলাচল, নির্মাণ ক্রটিসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ১৮টি সেতু। এর মধ্যে ৩টি সেতুর মাঝখানের ঢালাই ধসে বড় গর্ত সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ওই ৩টি সেতু হলো, সিলেট-ভোলাগঞ্জ সড়কের কোম্পানীগঞ্জ অংশের প্রথম (স্বাগতম কোম্পানীগঞ্জ) সেতু খাগাইল, তেলিখাল বাজার সেতু ও পাড়ুয়া সেতু। তবে জানা গেছে, অতিরিক্ত ঝুঁকিপূর্ণ এই সেতুগুলো সংস্কারের জন্য ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সিলেট। বাস্তবে এখনও কাজ শুরু হয়নি, তবে আগামী শুক্রবার থেকে সংস্কার কাজ শুরু করার কথা। 

এ সড়ক দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত বালু-পাথরবাহী ট্রাক ও হাজার হাজার পর্যটক আসা-যাওয়া করেন। কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় ২ লাখ মানুষের জেলা শহর ও রাজধানীর সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। মহাসড়কের সেতুগুলোর নড়বড়ে অবস্থা সত্ত্বেও প্রতিদিন হাজার হাজার পরিবহন ও মানুষ চলাচল করছেন ঝুঁকি নিয়ে। দীর্ঘ কয়েকবছর যাবত সেতুগুলোর সংস্কার কাজ না করায় এ অবস্থা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জনসাধারণের দাবি, দ্রুতসময়ের মধ্যে সেতুগুলোর সংস্কার কাজ করে ঝুঁকিমুক্ত করা।

স্থানীয় বাসিন্দা ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, সেতুগুলো নির্মাণের পর থেকে দীর্ঘ সময় কোনো ধরনের সংস্কার কাজ করা হয়নি। যার ফলে সেতুগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুগুলোকে রক্ষণাবেক্ষণ দায়িত্ব সড়ক ও জনপথ অধিদপ্তরের হলেও তারা ঠিকমতো দায়িত্বপালন করেননি। সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি বৃদ্ধি করলেই সেতুগুলো নিরাপদ হয়ে উঠবে।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, সিলেট-ভোলাগঞ্জ সড়কে ৩টি সেতুর কিছু অংশের ঢালাই ধসে পড়ে যাওয়ার কারণে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এরপরই সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদন করা হয় এবং জেলা প্রশাসনের মাসিক সভায় জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করি। যার ফলশ্রুতিতে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ৩টি সেতু ৯ জুলাই থেকে সংস্কার করা হবে বলে জানিয়েছে সওজ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত অন্য সেতুগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হলে আশা করি কাজ হবে।

কোম্পানীগঞ্জের ১৮টি সেতু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান দৈনিক সিলেট মিররকে বলেন, সিলেট-ভোলাগঞ্জ সড়কের সেতুগুলো সংস্কারের জন্য চেষ্টা করছি আমরা। করোনাকালে বিভিন্ন সমস্যার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। তবে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ খাগাইল, তেলিখাল ও পাড়ুয়া সেতু ৯ জুলাই থেকে সংস্কার শুরু হবে। বাকিগুলোতেও দ্রুতসময়ের মধ্যে সংস্কার কাজ হবে।


এমকে/আরআর-২১