সিলেট জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট সঞ্জয় দাস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৮, ২০২১
০৩:২১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২১
০৩:২১ পূর্বাহ্ন



সিলেট জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট সঞ্জয় দাস

সিলেট জেলা পুলিশের সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন সঞ্জয় দাস। তিনি কোম্পানীগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন।

জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট সঞ্জয় দাসকে সম্মাননা প্রদান করেন।

বুধবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিয়া মোহাম্মদ বিন আশিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট পুরস্কারের জন্য মনোনীত করায় সিলেট জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সঞ্জয় দাস বলেন, যে কোনো পুরস্কারই কাজের উৎসাহ বাড়ায়। আমি এই পুরস্কার থেকে উৎসাহ নিয়ে আগামীতে জনসাধারণকে আরও ভালো সেবা দিতে চাই।


এমকে/আরআর-২০