সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি ওসমানীনগরের শ্যামল বণিক

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ০৮, ২০২১
০৩:১৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২১
০৩:১৯ পূর্বাহ্ন



সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি ওসমানীনগরের শ্যামল বণিক

সিলেট জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ও এএসআই নির্বাচিত হয়েছেন যথাক্রমে শ্যামল বণিক, মাকসুদুল আমীন ও নিজাম উদ্দিন।

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক, ওসি (তদন্ত) মাকসুদুল আমীন ও এএসআই নিজাম উদ্দিনকে এ সম্মাননা প্রদান করেন।

বুধবার (৭ জুলাই) সকালে জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিয়া মোহাম্মদ বিন আশিসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্যামল বণিক করোনায় আক্রান্ত হওয়ায় তার অনুপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন আরেক শ্রেষ্ঠ ওসি (তদন্ত) মাকসুদুল আমীন। তিনি বলেন, ওসমানীনগরের ৩ জন ৩ ক্যাটারিতে জেলার মধ্যে সেরা- এটা অবশ্যই আনন্দের। টিম ওসমানীনগরের সদস্যদের সম্মিলিত দায়িত্বপালন, কর্মনিষ্ঠা এই স্বীকৃতি অর্জনে সহায়ক হয়েছে। ওসি স্যার করোনায় আক্রান্ত থাকায় তার পুরস্কারটাও আমি গ্রহণ করেছি। স্যারের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি আমাদের পুরস্কৃত করায় সিলেট জেলার পুলিশ সুপার মহোদয়সহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।


ইউডি/আরআর-১৯