এক রাতে সিলেটে আরও ৩২৩ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৮, ২০২১
০২:২৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২১
০২:২৫ পূর্বাহ্ন



এক রাতে সিলেটে আরও ৩২৩ জন শনাক্ত

সিলেট বিভাগে আরও ৩২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৭ জুলাই) রাতে সিলেটের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৯৭ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৫০ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৩ জন রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ইনচার্জ নূরনবি আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে বুধবার ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ১২ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ৪৬ জন এবং মৌলভীবাজার জেলার ৫১ জন রয়েছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৬৬ জনের জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৪৫ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৪ জন, এবং মৌলভীবাজার জেলায় ১২ জন রয়েছেন।

এদিকে বুধবার সিলেট বক্ষব্যাধি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনে ৮২টি নমুনা পরীক্ষায় সিলেট জেলার আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. ফাতেমা ইয়াসমিন।

এনএইচ/বিএ-০৫