গোলাপগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৮, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২১
০৩:২৩ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে বৃদ্ধ তোতা মিয়া (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলেসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর নামক জায়গা থেকে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজার এলাকার নিহত তোতা মিয়ার ছোট ছেলে ও মামলার ১ নম্বর আসামি তামিম আহমদ (২০) এবং বাঘার পরগণা বাজার কান্দিগাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ও মামলার ৪ নম্বর আসামি আলাল আহমদ (৩০)।
জানা গেছে, গত শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তোতা মিয়া। পরে শনিবার (৩ জুলাই) রাতে নিহতের বোন তোতা মিয়ার ৩ ছেলেসহ ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বুধবার (৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এফএম/আরআর-১৭