জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ০৮, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জুলাই) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
ওই নারীর নাম সুনাবান বেগম (৬৫)। তিনি হেমু হাউদপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৬ জুলাই) রাত থেকে নিখোঁজ ছিলেন সুনাবান। বুধবার বিকেল ৩টায় শিশুরা পুকুরে এক নারীর লাশ দেখতে পায়। এলাকাবাসী পুলিশকে খবর দিলে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাশেল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
জানা গেছে, গত রমজান মাসে সুনাবান বিবি হাওরে ছাগল চরাতে গেলে একটি চক্র জোরপূর্বক তুলে নিয়ে যায়। ওই সময় ৩ দিন হাওরে আটক রেখে তাকে পাশবিক নির্যাতন করা হয় মর্মে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, থানায় অভিযোগের পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি-ধমকি দেওয়া হয় বলে জানিয়েছিলেন সুনাবান। মামলা আপসে নিষ্পত্তি করার জন্য হেমু হাউদপাড়া গ্রামের সালিশ ব্যক্তিত্ব জালাল উদ্দিন (৫০), হুসন মিয়া (৬৫), আব্দুল কাদির (৫৫), বিলাল (৪০) গংরা দুইদিন পূর্বে বিবাদীর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। এখন সুনাবান বিবির লাশ উদ্ধারের পর ওই ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, দুই মাস পূর্বে জৈন্তাপুর মডেল থানায় ১টি ধর্ষণ মামলা করেছিলেন সুনাবান বিবি।
আরকে/আরআর-১৫