সরকারি সহায়তা পেল বিশ্বনাথের সাড়ে ৮শ পরিবার

বিশ্বনাথ প্রতিনিধি


জুলাই ০৮, ২০২১
১২:১১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২১
১২:১১ পূর্বাহ্ন



সরকারি সহায়তা পেল বিশ্বনাথের সাড়ে ৮শ পরিবার

চলমান করোনা সংকটে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৮৫০টি কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ অর্থ ও চাল প্রদান করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে এ অর্থ ও চাল বিতরণ করা হয়।

বুধবার (৭ জুলাই) উপজেলার লামাকাজি, খাজাঞ্চি ও দৌলতপুর ইউনিয়নে সরকারি সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস। বাকি ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে সরকারি অর্থ ও চাল বিতরণ করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বুধবার সকাল ১১টায় খাজাঞ্চি ইউনিয়নের মাধবপুরে প্রায় ৩০০ প্রতিবন্ধী পরিবারকে দেওয়া হয় চাল। দুপুর ১২টায় লামাকাজি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৭৫টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে ২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। বেলা ১টায় দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৭৫টি কর্মহীন ও অসহায় পরিবারকে নগদ ১ হাজার টাকা করে আরও ২ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। 

অর্থ ও চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমীর আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার প্রমুখ।


এমএ/আরআর-১০