নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৭, ২০২১
১১:২৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২১
১২:২০ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করে ১১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আজ বুধবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাব ইনচার্জ নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ ৩৭৬টি নমুনা পরীক্ষা করে ১১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১২ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ৪৬ জন এবং মৌলভীবাজার জেলার ৫১ জন রয়েছেন।
আরসি-১৩