জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ০৭, ২০২১
০৮:৪৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২১
০৮:৪৯ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে বাড়ীতে রাখা মিনি ট্রাকে আগুন দিয়ে পুড়ে ফেলেছে দুষ্কৃতিকারীরা।
গাড়ীর মালিক জামাল জানান, প্রতিদিনের ন্যায় রাতে গাড়ীটি নিজেদের বাড়ীর উঠানে রাখা হয়। মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা বাড়িতে রাখা মিনি ট্রাক গাড়ীতে আগুন দিয়ে পালিয়ে যায়।
আগুনের লেলিহান শিখার পাওয়ার আগেই ট্রাকটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি উপজেলার চারিকাটা ইউনিয়নের জাফরাং গ্রামে ঘটে।
চারিকাটার বাসিন্দা সমাজসেবী আলতাফ হোসেন বেলাল বলেন, গাড়ী পোড়ানোর মত ঘটনা উপজেলায় প্রথম ঘটেছে। প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার।
চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল জানান, গাড়ি পুড়ানোর ঘটনা সঠিক। গাড়ির মালিক আমাকে ফোনের মাধ্যমে জানিয়েছেন, আমি সরেজমিনে দেখেতে যাচ্ছি।
গাড়ির মালিক জামাল মিয়া বলেন, ‘কিভাবে ঘটনাটি ঘটেছে আমি সঠিক বলতে পারছি না। হিংসার বশবর্তী হয়ে কেউ ঘটনাটি ঘটিয়েছে বলে আমি সন্দিহান। সন্দেহভাজনদের রিরুদ্ধে আমি বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করব।’
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, গাড়ী পোড়ানোর ঘটনার কোন সংবাদ পাইনি এবং কেউ আমাকে অবগত করেনি। অভিযোগ আসলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আর কে/বি এন-০৬