নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৭, ২০২১
০৪:৩৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২১
০৫:২৫ অপরাহ্ন
সিলেটে রেকর্ড শনাক্তের পরদিন রেকর্ড মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় বিভাগে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। যা একদিনে সিলেটে সর্বোচ্চ। এসময়ে সিলেটে ৩৬২ জনের করোনা শনাক্ত হয়। টানা দ্বিতীয় দিনের মতো করোনায় একদিনের শনাক্ত সাড়ে তিনশ ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার বিভাগে রেকর্ড সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।
আজ বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩৬২ জন রোগীর মধ্যে ২১৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ৩১ জন এবং মৌলভীবাজারের ৯৪ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সিলেটে ১২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১১৪ জনই সিলেট জেলার, সুনামগঞ্জের ১০ এবং ১ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
সূত্র জানায়, আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৭১৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৮ হাজার ২৭৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৩২ জন রয়েছেন।
সিলেট বিভাগে আজ আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত মৃতদের মধ্যে সিলেট জেলার ৭ জন ও সুনামগঞ্জের ও মৌলভীবাজারের ১ জন করে রয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগে ৫০২ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪০৭ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৮ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ২৪ হাজার ৩৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৬১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৫৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ৪৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৪৪৪ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট মিররকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৬২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১২৫ জন। এসময়ে সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে।'
আরসি-০৮