নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৭, ২০২১
০১:৪১ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২১
০২:২৭ অপরাহ্ন
সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। কম্পনের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
জানা গেছে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের আসামে মাঝারি মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়ও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মমিনুল ইসলাম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ঢাকার দূরত্ব ২৪২ কিলোমিটার।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের লখীপুরের ৭ দশমিক ৮ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
বিএ-০১