কমরেড মুবিনুল হায়দার আর নেই

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৭, ২০২১
০৪:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২১
০৪:৪৪ পূর্বাহ্ন



কমরেড মুবিনুল হায়দার আর নেই

প্রবীণ রাজনীতিবিদ বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আর নেই।

মঙ্গলবার ( ০৬ জুলাই ২০২১) রাত ১০ টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মানস নন্দী বলেন, ফুসফুসে নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ২৭ জুন থেকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৮ জুন কমরেড মু‌বিনুল হায়দার চৌধুরীকে নন ইন‌ভে‌সিভ ভে‌ন্টিলেশনে নে‌য়া হয়েছিল। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে উচ্চমাত্রায় অ‌ক্সিজের দেয়ার পরও তাঁর শরীরের অ‌ক্সিজেন স্যাচুরেশন ক্রমেই কমে আসছিল তাই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

আরসি-০২