বিশ্বনাথ প্রতিনিধি
জুলাই ০৭, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানকালে বিধিনিষেধ না মানায় ওই ব্যক্তিদের বিভিন্ন হারে অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন হারে জরিমানার ৪ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস উপজেলার পীরেরবাজারে ১ জন ও লামাকাজি এলাকায় ২ জনকে ৩টি মামলায় ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পৃথক অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ৩ জনকে ৩টি মামলায় ১ হাজার ২০০ টাকা জরিমানা করেন।
অপরদিকে উপজেলার রামপাশা ও বৈরাগী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস ৫ জনের কাছ থেকে পৃথক ৫টি মামলায় ২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।
এমএ/আরআর-১২