নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৬, ২০২১
১০:২৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২১
১০:২৯ অপরাহ্ন
লকডাউনে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নগর-শহর-গ্রাম ঘুরে ঘুরে তাঁরা অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছে। সিলেটের ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে গতকাল বিভাগের ৪০০ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
আজ মঙ্গলবার (৬ জুলাই) দিনব্যাপী সিলেট নগরসহ বিভাগের চার জেলার উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।
মঙ্গলবার সকালে ১৭ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা সিলেট নগেরে এই কার্যক্রম শুরু করেন। যেখানে অসহায় মানুষদের দেখতে পেয়েছেন, সেখানেই গাড়ি থামিয়ে খাদ্য সহায়তা করতে দেখা গেছে তাদেরকে।
১৭ পদাতিক ডিভিশন সূত্রে জানা গেছে, অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে সিলেট বিভাগে এটা সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রম। প্রতিদিন একটি টিম একটি করে উপজেলায় ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করবে।
আরসি-১১