ফেঞ্চুগঞ্জে হাসপাতালে প্রস্তুত আইসোলেশন ইউনিট, ভর্তি নেই রোগী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৬, ২০২১
০৭:৩১ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২১
০৭:৩১ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে হাসপাতালে প্রস্তুত আইসোলেশন ইউনিট, ভর্তি নেই রোগী

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসলোশন ইউনিটে নেই রোগী। ৫০ শয্যার নতুন ভবনে করোনা ইউনিট ব্যবস্থা করে রাখলে ও রোগীর দেখা মিলেনি।

বর্তমানে করোনার ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ৩০  জনের অনেক উপর চিকিৎসাধীন রয়েছেন। উপসর্গ নিয়ে পরীক্ষা না করে মনগড়া ঔষধ সেবন করছেন অনেকে।

উপজেলা হাসপাতাল ঘুরে দেখা যায় অন্যন্য দিনের মতো রোগীর এতো চাপ নেই হাসপাতালের বহির্বিভাগে।

যে কয়েকজন আসছেন জ্বর সর্দি মাথা ব্যাথা এমন উপসর্গ নিয়েই চিকিৎসা নিচ্ছেন তা অনান্য দিনের তুলনায় খুবই কম।

হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট রোগী শূণ্য পড়ে আছে। সেখানে নেই রোগীর বা আত্নীয় স্বজনদের আনাগোনা।

হাসপাতাল পরিসংখ্যান অফিসের তথ্য মতে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে যা দুদিন আগে ছিল ত্রিশের কোটায়।

বর্তমানে এ সংখ্যা অনেক উপরে। হাসপাতাল পরিসংখ্যান অফিস সূত্র জানায় সকালের চেয়ে বিকেলেই রোগীর হিসাব বেশি পাওয়া যায়।তবে কেউই এখনো হাসপাতালে ভর্তি হননি।

আমাদের উপজেলা পর্যায়ে পাচঁটি সিট রয়েছে। রয়েছে সকল ব্যবস্থা।

তবে নাম প্রকাশ না করে হাসপাতালের ডাক্তার বলেন করোনার অবস্থা ভয়াবহ। পরীক্ষা করলে শতকরা ৮০ জনের মধ্যে উপসর্গ পাওয়া যাবে।

তিনি বলেন, ‘প্রতিদিন এসব রোগী পাই আজ ও পেয়েছি একজন।  তবে তারা ঔষধ নিয়ে বাসায় চলে যান।’ তিনি আরও বলেন, হিসাবের চেয়ে রোগীর সংখ্যা দ্বিগুণ হবে। সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ফেঞ্চুগঞ্জ হাসপাতালের প্রধান ডা. কামরুজ্জামান বলেন, ‘করোনা রোগী প্রতিদিন বাড়ছে। আমাদের আইসলোশন ইউনিট রেডি আছে সব ধরনের ব্যস্থা আমরা রেখেছি রোগী আসা মাত্র আমরা ব্যবস্থা নেব।এতো রোগীর মধ্যে ও কেউ হাসপাতালে ভর্তি হয়নি । কেন হয়না তা বলতে পারবো না।তবে আমাদের এই পাচঁটি সিটে আমাদের প্রস্তুতি রয়েছে।’

এস এ/বি এন -০৫