নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৬, ২০২১
০৫:৩৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২১
১০:৩১ পূর্বাহ্ন
সিলেট নগরের বনকলাপাড়া এলাকায় অবৈধভাবে টিলা কাটার দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৬ জনকে আটক করা হলেও দুজনকে জরিমানা করে ৪ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার দিনগত মধ্যরাতে বিমানবন্দর থানার একদল পুলিশ রাতের দায়িত্ব পালনকালে খবর পান কিছু লোক বনকলাপাড়া লাল-সবুজ গলিস্থ টিলার মাটি কাটছে। রাত সোয়া ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা বনকলাপাড়ার রাজন চন্দ্র (৩৫), একই এলাকার জসিম উদ্দিন (২৬), পশ্চিম পীরমহল্লাহ এলাকার রহিসুল ইসলাম (৪৫), একই এলাকার নাইম আহমেদ (২০), রাসেল আহমদ (২০) ও আক্তার মিয়াকে (২২) আটক করে পুলিশ।
পরিবেশ অধিদপ্তর, সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমরান হোসেন ঘটনাস্থলে ছুটে যান এবং টিলা কাটার অপরাধে আটক রাজন চন্দ্র ও রহিসুল ইসলামকে জরিমানা করেন।
এমরান হোসেন জানান, পুলিশ তাকে খবর দিলে তিনি বনকলাপাড়া এলাকায় যান। এসময় দুইজনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধীত/২০১০) এর ১৫/১ ধারার ৬/খ লঙ্ঘন করার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকি ৪ শ্রমিককে ভবিষ্যতের জন্য সতর্ক করে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আরসি-০৩