লকডাউনের পঞ্চম দিনে সিলেটে পৌনে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৬, ২০২১
০৫:২৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২১
০৫:২৮ পূর্বাহ্ন



লকডাউনের পঞ্চম দিনে সিলেটে পৌনে ৩ লাখ টাকা জরিমানা

কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সিলেটে অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির যৌথ তৎপরতায় সোমবার (৫ জুলাই) পঞ্চম দিনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৌনে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, সোমবার মহানগর ও সব উপজেলায় ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে ২০২ টি। আদায় করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯০০ টাকা। এসময় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন।

এদিকে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে নগরে ১২০ টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১৬৩টি গাড়ি আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার লকডাউন বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ৩২ টি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া দিনরাত ৫২টি মোবাইল টিম দায়িত্ব পালন করে।

এছাড়া সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে ৫টি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। এতে বিভিন্ন স্থানে ৬২ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পুলিশের চেকপোস্টে ৫৫টি সিএনজি-অটোরিকশা, মোটরসাইকেল ৪৮ টি, প্রাইভেট কার ১১ টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের আরও ৬ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আটক করা হয় সিএনজি অটোরিকশা ৫৯ টি, মোটরসাইকেল ৬৯ টি, প্রাইভেট কার ৪ টি, অন্যান্য ৩১ টি। 

এসএইচ/আরসি-০২