নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৬, ২০২১
০৫:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২১
০৫:১৫ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হামিদ খান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের বাসিন্দা ছিলেন।
সোমবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি হবিগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, হামিদ খান বেশ কয়দিন ধরে জ্বর-শর্দি ও কাশিতে ভুগছিলেন। তার পরিবারের লোকজন তাকে হবিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। করোনার উপসর্গ থাকায় গত ২৬ জুন তার নমুনা পরীক্ষা করার জন্য সিলেট ল্যাবে পাঠানো হয়। গত ২ জুলাই নমুনার পরীক্ষায় করোনা প্রতিবেদন পজিটিভ আসে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেন।
এইচডি/আরসি-০১