ওসমানীনগরে টিসিবি'র পণ্য বিক্রি শুরু

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ০৬, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন



ওসমানীনগরে টিসিবি'র পণ্য বিক্রি শুরু

কঠোর লকডাউন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে সোমবার (৫ জুলাই) থেকে সিলেটের ওসমানীনগরে ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার দুপুরে উপজেলা ভবনের সামনে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। 

ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুরের ডাল ৫৫ টাকা ও ২ লিটারের বোতলজাত সয়াবিন ২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রথমদিন উপজেলা ভবনের সামনে সামাজিক দূরত্ব মেনে কয়েক শতাধিক নিম্ন আয়ের মানুষ এসব পণ্য ক্রয় করেছেন।

টিসিবি পণ্যের গোয়ালাবাজারের ডিলার বেলাল আহমদ জানান, এবারের টিসিবি’র পণ্যের মান অনেক ভালো। ভোক্তারা স্বাচ্ছন্দ্যে ক্রয় করেছেন। টিসিবি পণ্যের ট্রাকযোগে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে।


ইউডি/আরআর-১৯