ওসমানীনগরে ৬ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তিকে জরিমানা

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ০৬, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন



ওসমানীনগরে ৬ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তিকে জরিমানা

কঠোর লকডাউনের ৫ম দিন সোমবার (৫ জুলাই) সিলেটের ওসমানীনগরের মাঠে ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হয়। সরকারি বিধিনিষেধ অমান্য করে ব্যবসা করায় ৬টি প্রতিষ্ঠানকে ও অযথা ঘোরাঘুরির অভিযোগে ৪ ব্যক্তিকে ৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

লকডাউনের বিধিনিষেধ কার্যকরে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেকপোস্টের পাশাপাশি উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কে পুলিশ প্রশাসনের কড়া নজরদারী ছিল লক্ষনীয়। সেনাবাহিনীর সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে। সিলেট জেলার প্রবেশদ্বার শেরপুর টোল প্লাজায় আসা-যাওয়া অনেককেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। অহেতুক বাইরে আসায় অনেককেই বাসায় ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় রাস্তায় বের হওয়া অনেককে মাস্ক না পরায় কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলার শেরপুর, গোয়ালাবাজার, তাজপুর ও দয়ামীর বাজারে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাসলিম। এ সময় ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিকসহ একদল পুলিশ আদালতের সঙ্গে ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার জানান, লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। আইন অমান্য করলে অবশ্যই শাস্তি পেতে হবে। সবাই একাত্ম হয়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে করোনাকে মোকাবেলা করতে হবে।


ইউডি/আরআর-১৮