নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৬, ২০২১
০২:৩২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২১
০২:৩২ পূর্বাহ্ন
সিলেটের দুই ল্যাবে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। বক্ষব্যাধী হাসপাতালের ল্যাবে ৩৯ জন এবং ওসমানীর ল্যাবে ১২১ জনের করোনা শনাক্ত হয়। আজ সোমবার (৫ জুলাই) নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়।
এদিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। হাসপাতালটির ল্যাবে নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১২১ জনের জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১০৫ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৫ জন রয়েছেন।
এছাড়া সোমবার সিলেট বক্ষব্যাধি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনে ৮৪টি নমুনা পরীক্ষায় সিলেট জেলার আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. ফাতেমা ইয়াসমিন।
এনএইচ/আরসি-১০