জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ০৬, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন
জহিরুল ইসলাম রাজু
সারী রেঞ্জের জাফলং বিট কর্মকর্তা জহিরুল ইসলাম রাজুকে জাফলং বিট হতে প্রত্যাহার করে তার অনিয়ম ও দুর্নীতি তদন্তের জন্য একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিলেটের সারী রেঞ্জের জাফলং বন বিটের কর্মকর্তা জহিরুল ইসলাম রাজুর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যসহ পাহাড় কেটে পাথর বিক্রয়ের অভিযোগ ওঠে। সম্প্রতি এ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। শুধু তাই নয়, অনিয়ম-দুর্নীতির সংবাদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় বিট কর্মকর্তা জহিরুল ইসলামের বক্তব্যের ভিডিও ক্লিপ।
ভিডিও ক্লিপে প্রকাশ পায়, অনিয়ম-দুর্নীতি চাপা দিতে তিনি সাংবাদিক, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের কিভাবে লাখ লাখ টাকার বিনিময়ে ম্যানেজ করেছেন।
বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন বলেন, বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশের পর জাফলং বিট থেকে জহিরুলকে ক্লোজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরকে/আরআর-১২