জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ০৬, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে লকডাউনের ৫ম দিনে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানের নিকট থেকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা করেছে। এর আগে ৪র্থ দিনে ১৪টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার (৫ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
সরেজমিনে দেখা গেছে, জৈন্তাপুরে কঠোর লকডাউনের ৫ম দিনে সিলেট-তামাবিল মহাসড়কে চলাচল করেছে ইমা, লেগুনা, সুজুকি, হিউম্যান হলার ও সিএনজিচালিত অটোরিকশা। এসব পরিবহনে গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হয়েছে। মানা হয়নি স্বাস্থ্যবিধি, আদায় করা হয়েছে অন্তত ৩ গুণ বেশি ভাড়া।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ জৈন্তাপুর বাজার, বাংলাবাজার, দরবস্ত বাজার, হরিপুর বাজার, চিকনাগুল বাজার এবং উপজেলার গুরুত্বপূর্ণ পর্যটন পয়েন্টগুলো পরিদর্শন করেছেন। তিনি সাধারণ জনগণকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক বলেন, কঠোর লকডাউন চলাকালীন জনস্বার্থে এবং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য অভিযান অব্যাহত রয়েছে। লকডাউন মনিটরিং কার্যক্রমে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন।
আরকে/আরআর-১০