বালাগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বালাগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৬, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন



বালাগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে মিজান উদ্দিন (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

সোমবার (৫ জুলাই) দুপুরে নিজ বসতঘর থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না বাঁধা ঝুলন্ত অবস্থায় মিজানের লাশ উদ্ধার করা হয়।

দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

মিজানের চাচা মাওলানা হুসাইন আহমদ জানিয়েছেন, মিজান মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


এসএ/আরআর-০৯