ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৫, ২০২১
১১:৫৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৫, ২০২১
১১:৫৯ অপরাহ্ন
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমদ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাখী আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (৪ জুলাই) রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ সৌরভ চৌধুরী।
তিনি বলেন, ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমদের নমুনা পরীক্ষা করানো হয়। ফলাফলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার স্বামী ও সন্তান সুস্থ রয়েছেন। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এসএ/আরআর-০৮