চার দিন বিদ্যুৎহীন থাকবে সিলেট

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৫, ২০২১
১০:৪৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২১
০১:০০ পূর্বাহ্ন



চার দিন বিদ্যুৎহীন থাকবে সিলেট

সিলেট নগর ও আশপাশের এলাকায় আগামী বুধবার (৭ জুলাই) থেকে রবিবার (১১ জুলাই) পর্যন্ত চার দিন বিদ্যুৎহীন থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ কেভি ফিডারে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নমূলক কাজ ও ১১ কেভি ফিডারের মেরামত এবং সংরক্ষন কাজের জন্য চারদিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগামী বুধবার (৭ জুলাই) বিদ্যুৎ এলাকাগুলো হলো, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাভুক্ত মেন্দিবাগ, নোয়াগাও, সাদাটিকর, বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকা।

একইদিনে ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত শিবগঞ্জ, সবুজবাগ, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, গোলাপবাগ, বোরহানবাগও আশপাশের এলাকাগুলো।

পরদিন বৃহস্পতিবার (৮ জুলাই) ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাভুক্ত মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, ফুলবাগ ও আশপাশ এলাকা। 

একইদিনে ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত শিবগঞ্জ, সেনপাড়া, হাতিমবাগ, মনিপুরীপাড়া, লামাপাড়া ও আশে-পাশের এলাকাগুলো।

আগামী শনিবার (১০ জুলাই) ১১ কেভি রায়নগর ফিডারের আওতাভুক্ত এলাকা উপশহর রোড, সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, শিবগঞ্জ পয়েন্ট, উপশহর ব্লক -এ, ব্লক বি, ব্লক সি ও আশপাশ। 

রবিবার (১১ জুলাই) ১১ কেভি রায়নগর ফিডারের আওতাভুক্ত উপশহর রোড, সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, শিবগঞ্জ পয়েন্ট, উপশহর ব্লক -এ, ব্লক বি, ব্লক সি , ব্লক ডি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এই অসুবিধার জন্য উল্লেখিত এলাকার গ্রাহকদের কাছে দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী। 

আরসি-০৭