বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ত্রাণ বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি


জুলাই ০৫, ২০২১
১০:৩২ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২১
১০:৩২ অপরাহ্ন



বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ত্রাণ বিতরণ

সিলেটের বিশ্বনাথে কঠোর লকডাউনের কারণে কাজ-কর্ম বন্ধ থাকায় বিপাকে পড়া গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় শতাধিক পথচারীর মাঝে বিতরণ করা হয়েছে খাদ্যসামগ্রী।

সোমবার (৫ জুলাই) সকালে নিজের গাড়িতে করে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন উপজেলা চেয়ারম্যান। স্থানীয় গরিব ও নিম্ন আয়ের মানুষের হাতে খাদ্যসামগ্রীগুলো পৌঁছে দেন তিনি। প্রত্যেক পরিবার পেয়েছে চাল, পেঁয়াজ, আলু, সেমাই, ময়দা ও সয়াবিন তেল।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, করোনাভাইরাসের কারণে নিত্যপণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ রয়েছে। এ অবস্থায় কাজ-কর্ম না থাকায় বিপাকে পড়েছেন গরিব ও নিম্ন আয়ের মানুষ। তাই আমি ব্যক্তিগত অর্থে এলাকার গরিব ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিই। এমন কাজে সমাজের বিত্তবান ও দানশীল মানুষকে এগিয়ে আসার আহ্বান করছি।


এমএ/আরআর-০৩